echo ' করোনা আক্রান্ত হলেন উসেইন বোল্ট। - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

করোনা আক্রান্ত হলেন উসেইন বোল্ট।

বেঙ্গল ডেস্কঃ
করোনা আক্রান্ত হলেন উসেইন বোল্ট। সোমবার তিনি নিজেই এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, কোভিড ১৯ পরীক্ষা হওয়ার পর তিনি সেল্‌ফ-কোয়ারান্টাইনে যাওয়ার সিদ্ধান্ত করেছেন। রিপোর্ট বলছে, তিনি করোনা পজিটিভ হয়েছেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে আট বারের অলিম্পিক চ্যাম্পিয়ন জানিয়েছেন, তাঁর কোনো উপসর্গ নেই। তবে যে সব বন্ধু তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন বোল্ট।আপাতত বাড়িতে সেলফ-আইসোলেশনে রয়েছেন বোল্ট।সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বোল্ট জানান, 'কঠিন সময়ে আমি নিজের দায়িত্ববোধের পরিচয় দিতে চাই। আর সেই কারণেই বন্ধুদের ছেড়ে বাড়িতেই একান্তে রয়েছি। আমার শরীরে কোনওরকম উপসর্গ নেই। তাই আমি স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছি।
 এখন স্বাস্থ্যমন্ত্রকের প্রোটোকলের অপেক্ষায় আছি। তবে নিরাপদ থাকতে আমি কোয়ারেন্টাইনে থাকছি। বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করছি। তোমরাও সুস্থ থাকো।' প্রসঙ্গত করোনা ভাইরাসের পরিস্থিতি বোল্টের দেশ জামাইকায় মোটামুটি ভালো। সে দেশে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দু-হাজারের কাছাকাছি। সংক্রমণের নিরিখে বিশ্বে এই মুহূর্তে ১৪৫ নম্বর স্থানে আছে দেশ। জামাইকায় মোট আক্রান্তদের মধ্যে ৮০০ জনেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। সেখানে মারণ করোনা ভাইরাস ১৬ জনের প্রাণ কেড়েছে।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.