echo ' এবার করোনা প্রবেশ করলো অভিনেতা সাংসদ দেবের বাড়িতে। - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

এবার করোনা প্রবেশ করলো অভিনেতা সাংসদ দেবের বাড়িতে।

বেঙ্গল ডেস্কঃ
এবার করোনা প্রবেশ করলো অভিনেতা সাংসদ দেবের বাড়িতে। করোনা পজেটিভে হয়েছেন দেবের ম্যানেজার। আজ দুপুরে দেব নিজে টুইট করে জানান সেকথা। এই কারণে দেব বাড়ির অন্য সদস্যদের সাথে কোয়ারেন্টাইনে আছেন। টুইটে দেব জানান “আমার বাড়ির ম্যানেজার উত্তম আমার পরিবারের সদস্যের মতোই। আজ উত্তমের করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। উত্তমের শরীরে করোনা ভাইরাসের কোনও উপসর্গ নেই। আমরা তাঁকে আমাদের বাড়িতেই আইসোলেশনে রেখেছি। 
একইসঙ্গে আমি আর আমার পরিবারের সদস্যরা আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকব। অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। সুস্থ থাকুন, সাবধান থাকুন।” তবে তিনি জানান তিনি নিজে ও বাড়ির অন্য সবাই করোনা নেগেটিভে হয়েছেন, চিন্তার কোন কারণ নেই। সাবধানতার করনেই প্রত্যেকে কোয়ারেন্টাইনে থাকছেন। উল্লেখ্য রাজ্যের করোনাড় হাল খুব একটা ভালো না। সংক্রমণ কিছুটা কমলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.