echo ' রাজনীতির জগতে নক্ষত্র পতন, অজানার দেশে প্রণব মুখোপাধ্যায়। - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

রাজনীতির জগতে নক্ষত্র পতন, অজানার দেশে প্রণব মুখোপাধ্যায়।


বেঙ্গল ডেস্কঃ
চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত কয়েকদিন কোমাচ্ছন্ন থাকার পর অবশেষে লড়াই শেষ। সোমবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।তার পরেই তিনি গভীর কোমায় চলে যান। আজ সন্ধ্যেতে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দেশ জুড়ে। ছেলে অভিজিৎ টুইট করে মৃত্যু সংবাদ জানার পরেই শোকে মুহ্যমান হয়ে পরেন বীরভুমের কীণাহারের মানুষ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবিধানিক নানা দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছিলেন সেসব পদ থেকে।
 তবু অভিভাবকের মতো আশ্রয় হয়ে ছিলেন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে। গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায়। তারপরই দিল্লির কনটেনমেন্ট সেনা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। করোনা পরীক্ষা করানো হলে পজেটিভ রিপোর্ট আসে। টুইটারে সে রিপোর্ট জানিয়ে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের সতর্কও করে দেন তিনি। এরপর মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকেই কোমায় আচ্ছন্ন ছিলেন প্রণব বাবু।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.