echo ' করোনায় শিকার আরও এক চিকিৎসক। - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

করোনায় শিকার আরও এক চিকিৎসক।


বেঙ্গল ডেস্কঃ
আরো এক চিকিৎসকের মৃত্যু ঘটলো রাজ্যে, করোনা আক্রান্ত হয়ে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় সেন সল্টলেক এবং আলিপুর একটি বেসরকারি হাসপাতালে সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তিনি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু দিন দিন তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে।
 ডক্টর সঞ্জয় সেন ছিলেন নাম স্ত্রীরোগ বিশেষজ্ঞ দের মধ্যে অন্যতম। তিনি ৬৪ বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনা টেস্ট করা হয়েছিল ওই বেসরকারি হাসপাতালে যেখানে তিনি দীর্ঘদিন ভর্তি ছিলেন। সেই রিপোর্ট আসে পজেটিভ। জানা গিয়েছে, তাকে গত ১৪ ই আগস্ট থেকে একমো সাপোর্ট তথা এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন এ রাখা হয়েছিল।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.