echo ' করোনা আবহে বামদের নতুন উদ্যোগ , 'জনস্বাস্থ্য কেন্দ্র'। - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

করোনা আবহে বামদের নতুন উদ্যোগ , 'জনস্বাস্থ্য কেন্দ্র'।


বেঙ্গল ডেস্কঃ
শ্রমজীবী ক্যান্টিনের পর এবার মানুষের সেবায় বাম শিবিরের নয়া উদ্যোগ জনস্বাস্থ্য কেন্দ্র। সস্তায় চিকিত্সা দিতে খোলা হচ্ছে জনস্বাস্থ্য কেন্দ্র। এই অতিমারি পরিস্থিতিতে যেখানে চিকিত্সার খরচ জোগাতে নাকাল হকে হচ্ছে সাধারণ মানুষকে। এবার তাদের কথা চিন্তা করে ১ সেপ্টেম্বর অর্থাত্ আজ থেকেই শুরু হচ্ছে জনস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। উদ্বোধন করবেন ফুয়াদ হালিম। সস্তায় যাতে মানুষ চিকিত্সা পেতে পারেন, সেই ভাবনা থেকেই জনস্বাস্থ্য কেন্দ্র খোলার উদ্যোগ সিপিএমের।
 সূত্রের খবর, মঙ্গলবার সশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির থাকবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অরিন্দম ভট্টাচার্য-সহ বিশিষ্ট কয়েকজন।'দরকারে পাই, সরকারে চাই' স্লোগানকে সামনে রেখে আসন্ন বিধানসভা ভোটের সুর বেঁধেছে সিপিএম। পরিবর্তনের পরিবর্তন করতে বামেদের ভরসা হারিয়ে যাওয়া শ্রমজীবী শ্রেণির ভোট। আর সেই লক্ষ্যেই অনেকখানিই অনুঘটক হচ্ছে রাজ্যজুড়ে শতাধিক শ্রমজীবী ক্যান্টিন। লকডাউনের পর ন্যূনতম মূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করেছে সিপিএম। ১৫ থেকে ২০টাকায় দেওয়া হচ্ছে পুষ্টিকর খাবার। বহু মানুষ বিনামূল্যেও খিদে মিটিয়েছেন। এবার বাম মনস্ক ডাক্তাররা শুরু করছেন জনস্বাস্থ্য কেন্দ্র।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.