echo ' কেমন যাবে এই সপ্তাহের আবহাওয়া? - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

কেমন যাবে এই সপ্তাহের আবহাওয়া?


বেঙ্গল ডেস্কঃ
বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী কিছুদিন বৃষ্টি কিছুটা হলেও কমবে উত্তরবঙ্গে। কিন্তু ফের আবার বৃষ্টি বাড়বে সপ্তাহান্তে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছেন। গোয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ। জোড়া ঘূর্ণবাত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণ অসমে। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে রবিবার আবার ও।উত্তর-পূর্ব ভারতের বেশকিছু রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকেই। প্রবল বৃষ্টির সম্ভাবনা মেঘালয় ও অসমে । এর প্রভাবে আবার ও বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জল স্তর। বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণবাত এবং মৌসুমী অক্ষরেখার নিচের দিকে নেমে আসার প্রভাবে। বেশ কিছুদিন ধরে মূলত মেঘলা আকাশ, কখনো আবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা বৃষ্টি হওয়ার।
 বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে বৃষ্টি না হলে। হিমালয়ের কাছাকাছি এলাকায় অবস্থিত মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ । গয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশে অসমের উপর মনিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার পূর্বাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অসমের উপর রয়েছে জোড়া ঘূর্ণবাত। রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সাথে পূর্বালী হাওয়ার সংঘাত।আগামী কিছুদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই প্রক্রিয়া গুলির প্রভাবে। প্রবল বৃষ্টি হতে পারে কেরল, কর্ণাটক, তামিলনাড়ুর মত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য গুলিতে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তো বাড়বে বৃষ্টি।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.