echo ' আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা - The Bengal Express - Bengali News Portal / Bangla khobor / Kolkata 24X7 / Bangla Live / Bengal 24

Header Ads

আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা


বেঙ্গল ডেস্কঃ
সিএসকে-র পর এবার মুম্বাই ইন্ডিয়ান্স। আবার এক বড় তারকা ক্রিকেটার সরে দাঁড়ালেন আইপিএল থেকে। বুধবার লাসিথ মালিঙ্গা জানিয়ে দিলেন, আইপিএলের ১৩ তম মরশুমে তিনি খেলতে পারবেন না। আর তাই বাধ্য হয়েই বিকল্প বেছে নিলেন রোহিতের দল।অস্ট্রেলিয়ার জোরে বোলার জেমস প্যাটিনসনকে দলে নিল রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজি। করোনা আবহে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু আইপিএল। কিন্তু তার আগে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। এখনও পর্যন্ত কিটের স্পনসর মেলেনি। তার উপর সিএসকে শিবির এখনও করোনামুক্ত হয়ে উঠতে পারেনি। আক্রান্ত ১৩ জনের রিপোর্ট পাওয়ার পর ছবিটা পরিষ্কার হবে।
 এমন অবস্থায় প্রথম ম্যাচে আদৌ মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই মাঠে নামতে পারবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বুধবার মুম্বই দলের তরফ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মালিঙ্গা। মনে করা হচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ থাকা তাঁর বাবা সেপারামাদু মিল্টনের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই ক্রিকেটার। প্রথম থেকেই আবুধাবিতে মুম্বই দলের সঙ্গে শিবিরে যোগ দেননি মালিঙ্গা। সেই সময় তিনি টিম ম্যানেজমেন্টকে জানান, অসুস্থ বাবার কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার হবে। সেই সময় বাবার পাশে থাকতে চান তিনি। তাই টুর্নামেন্টের প্রথম দিকে থাকতে পারবেন না। পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু সেটা আর হল না।
Loading...

No comments

Theme images by centauria. Powered by Blogger.